| |

Ad

মুক্তাগাছায় রাবি শিক্ষকের শীতবস্ত্র বিতরণ

আপডেটঃ ৭:২৭ অপরাহ্ণ | জানুয়ারি ১৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের মুক্তাগাছায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের শিক্ষক, বিশিষ্ট চিত্রশিল্পী প্রফেসর ড. হীরা সোবাহান।

শনিবার বিকালে মুক্তাগাছা পৌরসভাস্থ নন্দিবাড়ী গ্রামে “এফ রহমান ও কে নেসা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরণ করেন, উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক, বিশিষ্ট চিত্রশিল্পী প্রফেসর ড. হীরা সোবাহান।

এছাড়া উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল করিম, ময়মনসিংহ সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মনোনেশ দাস, মুক্তাগাছা সাংবাদিক ফেরামের সাধারণ সম্পাদক  ফেরদৌস আলম, সমাজসেবক  রুমানা সরকার, জেসমিন আক্তার, নূরুন নাহার রত্না, হাফিজুর রহমান সবুজ, চিত্রশিল্পী মির্জ মান্নান ও অন্যান্য ব্যক্তিবর্গ।