| |

Ad

কাশ্মীরে তুষারধস, নিহত ৩ সেনা

আপডেটঃ ৫:২৫ অপরাহ্ণ | জানুয়ারি ১৪, ২০২০

গত ৪৮ ঘন্টা ভারী তুষারপাতের কারণে ভারত নিয়ন্ত্রিত উত্তর কাশ্মীরে বেশ কয়েকটি এলাকায় একাধিক তুষারধসের ঘটনা ঘটে।

=

সোমবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে তুষারধসের কারণে একটি সেনাছাউনিতে তিন জন সেনা নিহত ও একজন নিখোঁজ হয়েছেন। একজন সৈন্য আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

দেশটির এনডিটিভির খবরে বলা হয়, আরও একটি তুষারধসের কবলে পড়েছেন গান্ডেরবল জেলার সোনমার্গের নয় জন সাধারণ মানুষ। তাদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর উদ্ধার অভিযান চালানোর পরে চার জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে।

সোমবার, বারামুল্লা জেলায় একটি তুষারধসের কারণে আটকা পড়া দুই কিশোরীকে স্থানীয় মানুষরাই উদ্ধার করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।