| |

Ad

এন আর বি সি ব্যাংক এর উদ্ধোধন

আপডেটঃ ৮:৫৪ অপরাহ্ণ | মার্চ ১৮, ২০১৯


মোহাম্মদ আলী


বাংলাদেশ বোর্ড ট্রান্সপোট অথরিটি বি আর টি এ ময়মনসিংহ সার্কেল কার্যালয়ের প্রাঙ্গনে গতকাল ১৮ মার্চ সোমবার বিকালে এন আর বি সি ব্যাংকের উদ্ধোধন করেন ময়মনসিংহের সুযোগ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।

এই সময় বি আর টি এর ময়মনসিংহ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) মোঃ আব্দুল খালেক, মটরযান পরিদর্শক মোঃ সাইফুল কবির, ব্যাংক কর্মকতা আনিসুর রহমান, তানিয়া হক চুমকি, বি আর টি এ এর কার্যালয়ের উচ্চমান সহকারী মোঃ তাজমুন হাবিব, অফিস সহকারী বিধান রাম গৌড়, সাদ্দাম হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ বি আর টি এ কালেকশন বুথ উদ্ধোধনের ফলে পেশাজীবি বিভিন্ন চালকদের গাড়ির লাইন্সেনের ফিসের টাকা জমা সহ বিবিধ বিষয়ে ভোগান্তির অবসান হবে বলে চালকরা জানান।