| |

Ad

নির্বাচনের প্রচারের মঞ্চ ভেঙে পড়ে যান নুসরাত

আপডেটঃ ৮:৪০ অপরাহ্ণ | মে ০৮, ২০১৯

অল্পের জন্য রক্ষা পেলেন টালিউড অভিনেত্রী ও তৃণমূলের প্রার্থী নুসরাত জাহান। নির্বাচনের প্রচারে গিয়ে মঞ্চ ভেঙে পড়ে যান নুসরাত-সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী। তবে বড় কোন ক্ষতি হয়নি। সামান্য আঘাত পেয়েছেন নুসরাত।

বুধবার (৮ মে) পশ্চিমবঙ্গের গোয়ালতোড়ের জোগারডাঙায় ঘটে এ ঘটনা।

ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করতে যান অভিনেত্রী তৃণমূল প্রার্থী নুসরাত জাহান। জোগারডাঙার মাঠে সভায় ছিল তিনি েনড়বড়ে মঞ্চে প্রচুর তৃণমূল কর্মী-সমর্থক ওঠে পড়েন।

খানিক পরেই ঘটে বিপত্তি। তৃণমূল নেতা-কর্মীদের চাপে আচমকাই ভেঙে পড়ে সভামঞ্চ। নুসরাতসহ অনেকেই পড়ে যান। মঞ্চের উচ্চতা কম থাকায় কেউ তেমন আহত হননি।

এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো পশ্চিমবঙ্গে।