| |

Ad

সকালে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে অসুস্থ মওদুদকে

আপডেটঃ ১১:৪৪ পূর্বাহ্ণ | মে ০৯, ২০১৯

রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (০৯ মে) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অধ্যাপক ডা. চার্লস ত’র অধীনে চিকিৎসা নেবেন।

মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন গণমাধ্যমকে এ তথ্য জানান। মওদুদের দ্রুত সুস্থ্যতার জন্য তার স্ত্রী হাসনা জসীমউদ্দীন মওদুদ দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

এর আগে গত ৫ মে বিকেল ৩টার দিকে সুপ্রিম কোর্টে নিজের চেম্বারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির এই নেতা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। বুকে ব্যথা, শ্বাসকষ্টসহ নানান সমস্যা ভুগছিলেন মওদুদ। হাসপাতালে তাকে তাকে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়।