| |

Ad

কবি নাসিমা সুলতানা শফি’র পক্ষ থেকে কম্বল বিতরণ

আপডেটঃ ৬:৪৩ অপরাহ্ণ | জানুয়ারি ১৪, ২০১৯

আব্দুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি ঃ প্রতি বছরের ন্যায় এবারও নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ঘাগড়ায় কবি নাসিমা সুলতানা শফি’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
‘আবুল হোসেন খান পাঠান স্মৃতি সংসদ’ ঘাগড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল সোমবার সকাল ১১টায় এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। কবি নাসিমা সুলতানা শফি’র পক্ষ থেকে কম্বল বিতরণ করেন তারই ছোট ভাই স্বরমুশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ হায়দার খান পাঠান মনি। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাইদুল আমিন, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিব মাস্টার, সমাজ সেবক শওকত হাসান খান শুভ্র, আব্দুর রাজ্জাক, শাহান মাস্টারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।